বৃষ্টিতে খেলা বন্ধ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার এক সিরিজ শুরু করছে বাংলাদেশ। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের বিশ্রামের সঙ্গে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারসহ কয়েকজন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
হঠাৎ বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডের খেলা বন্ধ রয়েছে। এর আগপর্যন্ত ৪.৩ ওভারে সফরকারী নিউজিল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯ রান।
টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই নিউজিল্যান্ড ওপেনারদের বেশ চাপে রেখেছে। সুইং কিংবা সিম মুভমেন্ট ছাড়াও নিয়ন্ত্রিত দুটি ওভার (২ রান) করেছেন পেসার মুস্তাফিজুর রহমান, এর ভেতর এক ওভার মেইডেনও পেয়েছেন। তবে শুরু থেকে সুইংয়ে কিউই ওপেনারদের কিছুটা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন তানজিম হাসান সাকিব। ২ ওভারে তিনি দিয়েছেন ৬ রান।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।