দরপতনের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫৬ বারে ৩৪ লাখ ৯৩ হাজার ৩৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৭০ বারে ২৫ লাখ ৪৬ হাজার ৭২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৪ বারে ২ লাখ ৯ হাজার ৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮৭ শতাংশ শেয়ার দর কমেছে।