দিনে ৬০০ মেট্রিক টন উৎপাদন বাড়বে এমারেল্ড অয়েলের
নিজের প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে। এ কারণে কোম্পানিটি যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।
চুক্তিটি সফলভাবে বাস্তবায়ন হলে কোম্পানিটির দিনে ৬০০ মেট্রিকটন উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ফিনিশড রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে; যা লোকাল মার্কেটে বাজারজাত করবে এবং জাপানের মার্কেটে রপ্তানি করবে।
কোম্পানিটি জানায়, দিনে ৬০০ মেট্রিকটন পণ্য উৎপাদন করলে বছরে ৯০০ কোটি টাকার পণ্য বিক্রি করতে পারবে। চুক্তি অনুযায়ী-যমুনা যমুনা এডিবল অয়েলের সাথে মুনাফা ভাগাভাগির পর কোম্পানিটির বছরে ৩০ কোটি টাকার মুনাফা বাড়বে বলে ধারণা করছে।