ইবিএল ও কনকর্ড রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি
নিজের প্রতিবেদক: ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল) ও কনকর্ড রিয়েল এস্টেট সম্প্রতি একটি চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকার ইবিএল প্রধান কার্যালয়ে ইবিএল’র ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং কনকর্ড রিয়েল এস্টেটের নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) মোঃ এনামুল হক এই চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে কনকর্ড রিয়েল এস্টেট থেকে প্রপার্টি ক্রয়ে গ্রাহকদের হোম লোনের সুবিধা দিবে ইবিএল।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব এসেট সালেকীন ইব্রাহীম, হেড অব রিটেইল এসেট মোঃ জাহেদ চৌধুরী এবং কনকর্ড রিয়েল এস্টেটের সিনিয়র ম্যানেজার (কাস্টমার সার্ভিস) আহমেদ আলমগীর জাভিদ ।