সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ২৫ হাজার ১১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ১ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৬৫ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ২ কোটি ৯ লাখ ২৭ হাজার ৬৫৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি নি ফুডের ৫৮ কোটি ৮৬ লাখ টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৫১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৪৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪৪ কোটি ৪১ লাখ টাকার, সি পার্ল বিচ রিসোর্টের ৪২ কোটি ৩ লাখ টাকার, ও প্রভাতী ইন্স্যুরেন্সের ৪০ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার।