১০০ কোটি টাকা ইটিএফ অনুমোদন দিলো বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : ১০০ কোটি টাকা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি হবে দেশের প্রথম ইটিএফ। ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’ ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। গতকাল ফান্ডটির অনুমোদন দিয়েছে বিএসইসি।
জানা গেছে, ১০০ কোটি টাকার এই ফান্ডের ১০ কোটি টাকা দিবে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। বাকী টাকার মধ্যে ২ কোটি টাকা দিবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এর বাহিরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
দেশের প্রথম ইটিএফের উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস। ট্রাস্টির দায়িত্ব পালন করবে বিজিআইসি। ফান্ডটির অথরাইজড পার্টিসিপ্যান্টস (এপি) হিসেবে কাজ করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা।