২ ব্যাংকের ২ উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেডের দুই উদ্যোক্তা আট লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা নিসার কাদেরের কাছে কোম্পানিটির ২১ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ২ লাখ শেয়ার বিক্রি করবেন। আর ব্যাংক এশিয়ার উদ্যোক্তা মোস্তফা স্টিল গ্যালভানাইজিং প্লান্টের কাছে ৫ লাখ ৯৯ হাজার ৬৬৮টি শেয়ার রয়েছে। এখান থেকে এই উদ্যোক্তা ৫ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রি করবে।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে এই দুই উদ্যোক্তাকে।