আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০২৩, শনিবার |

kidarkar

নিজের প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. পটুয়াখালীর বাউফলে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে।

আজ (০৭ অক্টোবর) মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বাউফল, বগা, ধুলিয়া, নওমালা, কনকদিয়া, সূর্যমনি, কেশবপুর, কাছিপাড়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষকদের মাঝে দশটি পাওয়ার টিলার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, ভোলা শাখার প্রধান মওদুদ আহমেদ, পটুয়াখালী শাখার প্রধান মোঃ মোসলেহ উদ্দীন, কালাইয়া শাখার প্রধান মোঃ আল মামুন, কালিশুরী বাজার উপশাখা প্রধান মোঃ আলমগীর হোসেন ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে ০৩ আগস্ট ২০২৩ উপজেলার অবশিষ্ট ৫টি ইউনিয়নের কৃষকদের মাঝে ৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.