ইসরায়েলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক : হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এরই মধ্যে ইসরায়েলের ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় সেখানে আটকা পড়েছেন তিনি। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছিল না।
পরে অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি। যদিও তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না নুসরাতের সঙ্গে। তবে অবশেষে কাটল চিন্তার মেঘ।ভারতে ফিরছেন তিনি।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বার্তা সংস্থা এএনআই-কে নুসরাতের টিমের এক সদস্য বলেছেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আর অ্যাম্বাসির সাহায্য নিয়ে ওকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’
নুসরাতের টিমের এক সদস্য এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে, তখন সে একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন।’