ব্যপক পতনে সপ্তাহ শুরু, দিশেহারা বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : পুঁজি হারানোর ভয়ে দিশেহারা পুঁজিবাজারের বিনিয়োগকারীরা।সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও কমেছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইতে ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ৮৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।