সাপ্তাহিক দরবাড়ার শীর্ষে দেশবন্ধু পলিমার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬০ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৯ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১১.২৯ শতাংশ, ন্যাশনাল টি’র ১১.১৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১০.৮১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯.৬৩ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯ শতাংশ, ওয়াইম্যাক্সের ৮.৮৭ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.২৩ শতাংশ বেড়েছে।