আইসিবি কর্তৃক ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপনের জন্য গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ এর আত্মার মাগফেরাত কামনা করে বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর আইসিবি-র প্রধান কার্যালয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত শেখ রাসেল সম্পর্কে ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।