পতনমুখী পুঁজিবাজার, হতাশা কাটছেই না বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক :দেশের পুঁজিবাজারে যেন অস্বস্তি কাটছেই না। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর টাকার অংকে লেনদেনও ৪০০ কোটির নিচে অবস্থান করছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,ডিএসইতে ৩৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০০ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে।
সিএসইতে ১৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪ টির দর বেড়েছে, কমেছে ৫৬ টির এবং ৬৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।