সিএসই বিশাল লেনদেন
নিজস্ব প্রতিবেদক : দেশের দ্বিতীয় পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গত প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
এর আগে চলতি বছরের ৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮৫ টাকার শেয়ার। তারপর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।
আগের দিন বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকার শেয়ার, বন্ড এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ে বেশি লেনদেন হয়েছে সিএসইতে। ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৭৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা।