আজ আসছে ২৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯ কোম্পানির পর্ষদ সভা আজ রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে, সেগুলোর মধ্যে রয়েছে-অগ্নি সিস্টেম, অলটেক্স, বসুন্ধরা পেপার, সেন্ট্রাল ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, লাভেলো আইসক্রীম, লুব-রেফ বাংলাদেশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ঝিলবাংলা সুগার, সাফকো স্পিনিং ও স্টাইলক্রাপ্ট লিমিটেড।
আর যেসব কোম্পানি প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে সেগুলোর মধ্যে রয়েছে-বিজিআইসি, দেশ জেনারেল ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স,জনতা ইন্সুরেন্স, গ্রীণডেল্টা ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, সন্ধানী ইন্সুরেন্স, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, বিডি ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, লঙ্কাবাংলা ফিন্যান্স, রেকিট বেনকিজার ও গ্রামীণ স্কীম-২ মিউচ্যুয়াল ফান্ড।