নামে মাত্র লভ্যাংশ অস্বাভাবিক হারে বাড়ছে বিচ হ্যাচারির শেয়ারদর
নিজস্ব প্রতিবেদক : যেখানে সর্বোচ্চ লভ্যাংশ বিনিয়োগকারীদের অনাগ্রহে দর কমছে কোনো কোনো কোম্পানির, সেখানে নামে মাত্র লভ্যাংশ ঘোষণায় অস্বাভাবিক হারে বাড়ছে বিচ হ্যাচারির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২২ পয়সা।
৩০ জুন ২০২৩ শেষে কোম্পানটিরি শয়োর প্রতি সম্পদ (এনএভপিএিস) দাঁড়য়িছেছ ১০ টাকা ৫৮ পয়সায়।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এদিকে, লভ্যাংশ ঘোষণার পর দুই কার্যদিবস দর কমলেও গত ৩ কার্যদিবধ ধরে ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর বেড়েই চলেছে। গত ৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৫ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৪৩ টাকা।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি ৪১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভত লোকসানের পরিমাণ এক কোটি ১৪ লাখ টাকা।
কোম্পানিটির ৪ কোটি ১৪ লাখ এক হাজার ২১টি শেয়ারের মধ্যে ৩৪.৯৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২.৩২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫২.৭১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।