ইস্টার্ন ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আজ (৪ নভেম্বর) রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে একটি টাউন হল মিটিংয়ের আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টোমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (FICSD) উদ্যোগে এই মিটিংটি অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং গ্রাহকরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাছের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আলী আকবর ফারাজী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক- এফআইসিএসডি আবু হেনা হুমায়ুন কবীর।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এবং রাজশাহী কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ারসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দও টাউনহল মিটিং-এ উপস্থিত ছিলেন।