নিজস্ব প্রতিবেদক: আসন্ন শীত মৌসুমে দেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগণের জন্য প্রদানমন্ত্রীর ত্রান তহবিলে কম্বলের একটি চালান প্রদান করেছে ইর্স্টান ব্যাংক পিএলসি (ইবিপিএলসি) ।
শুক্রবার (১০ নভেম্বর) গনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের চালানটি তুলে দেন ইবিএল চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী ।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এসময় উপস্থিত ছিলেন। সিএসআর কর্মসূচীর আওতায় এই অনুদান প্রদান করেছে ব্যাংকটি।