আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ নভেম্বর ২০২৩, শনিবার |

kidarkar

বিভিন্ন পণ্যে মূল্য ছাড় স্বপ্নে

নিজস্ব প্রতিবেদক: স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।

শুক্রবার ও শনিবার (১০ ও ১১ নভেম্বর) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন থেকে কিনতে পারবেন গ্রাহকরা।

পণ্যের নাম খোলা বাজারের দাম স্বপ্নতে পাওয়া যাবে ভ্যাটসহ  সাশ্রয় (প্রায়)
ডিম ১১.৫০-১২.৫০ টাকা (প্রতি পিস) ১০ টাকা প্রতি পিস (ভ্যাট নেই) ১৮-৩০ টাকা             (প্রতি ডজনে)
আলু ৪৫-৫০ টাকা ৩৬ টাকা

 (ভ্যাট নেই)

৯-১৪ টাকা

(প্রতি কেজিতে)

স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০ পিস (মিডিয়াম সাইজ) ৯৫০ টাকা ৬৭৯.৫০  টাকা ২৭০.৫০ টাকা
স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪ পিস (এক্সল) সাইজ) ১০৫০ টাকা ৮৭০ টাকা ১৮০ টাকা
ফ্রেশ মিল্ক পাউডার – ১কেজি ৮০০-৮২০ টাকা ৭৮৭ টাকা ১৩-৩৩ টাকা
পুষ্টি সয়াবিন তেল- ৫ লিটার ৭৮০-৮০০ টাকা ৭৬১ টাকা ১৯-৩৯ টাকা
গরুর মাংস – ১ কেজি ৭৩৫-৭৪০ টাকা ৭৩০ টাকা

(ভ্যাট নেই)

৫-১০ টাকা
এসি আই /পুষ্টি আটা (২কেজি ) ১১৫-১২০ টাকা ১০৮ টাকা ৭-১২ টাকা
এসিআই/ পুষ্টি ময়দা (২ কেজি) ১৩৫-১৪০ টাকা ১২৯ টাকা ৬-১১ টাকা
নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম ২০০ মিলি ৭৩০-৭৩৫ টাকা ৭১৩ টাকা  ১৭-২২ টাকা
ফ্রেশ লবণ ( ১ কেজি) ৪০-৪২ টাকা ৩৬ টাকা ৮০ পয়সা ৪-৫ টাকা
মিনিকেট চাল প্রিমিয়াম (লুজ) ৭০-৭২ টাকা ৬৫ টাকা

(ভ্যাট নেই)

 

৫-৭ টাকা 

মসুর ডাল (ছোট দানা ১ কেজি) ১২৫-১৩০ টাকা ১২০ টাকা

(ভ্যাট নেই)

৫-১০ টাকা 

স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর নেভিয়া ইন্টেনসিভ বডি মিল্ক (৪০০(+- ২০ মিলি) ৭৫৫ টাকায় (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স .হাইড্রেশন বডি লোশন (৪০০(+- ২০ মিলি) ৭৫৫ টাকায় (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট ২২২.৫০ টাকায় (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট থাকছে না। অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম ১ ডজন, আলু সর্বোচ্চ ৩ কেজি করে কিনতে পারবেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.