আজ আসছে ৭০ কোম্পানির লভ্যাংশ-ইপিএস
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭০ কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় (ইপিএস) ও লভ্যাংশ ঘোষণা করবে।
ডিএসই ও লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, জাহিন টেক্স, ফু-ওয়াং সিরামিক, অ্যাম্বি ফার্মা, এস্কয়ার নিট, ডেল্টা স্পিনিং, বসুন্ধরা পেপার, আইটিসি, সাভার রিফেক্সটরিজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইন্দো-বাংলা ফার্মা, ওয়াটা কেমিক্যাল, জিবিবি পাওয়ার, তশরিফা ইন্ডাষ্ট্রিজ, নাভানা ফার্মা, ডরিন পাওয়ার, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, আরডি ফুড, গোল্ডেন হার্ভেস্ট, মুন্নু এগ্রো, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিডি অটোকারস, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ইফাদ অটোস, ডেসকো, শাহাজীবাজার পাওয়ার, তিতাস গ্যাস, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুড, কাশেম ইন্ডাষ্ট্রিজ, ই-জেনারেশন, সায়হাম টেক্স, সায়হাম কটন, সোনারগাঁও টেক্সটাইল, শাশা ডেনিম, মনোস্পুল পেপার, জেনারেশন নেক্সট, স্টাইলক্রাপট, মেট্রো স্পিনিং, কেএন্ডকিউ, ন্যাশনাল ফিড মিল, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, পেপার প্রসেসিং, জেনেক্স ইনফোসিস, ইনডেক্স এগ্রো, দেশ গার্টেন্টস, রানার অটো, অ্যাপেক্স ট্যানারি, হাওয়েল টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, ডেফোডিল কম্পিউটার্স, এডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, মেঘনা সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার কেমিক্যাল, এমএল ডাইং, আরএন স্পিনিং, পিডিএল, জিকিউ বলপেন, সাফকো স্পিনিং, দেশ গার্টেন্টস, ফার্মা এইড, গোল্ডেন সন, ফরচুন সুজ ও নাভানা সিএনজি লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স, জাহিন টেক্স ও ফু-ওয়াং সিরামিক ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
বাকি ৬৭টি কোম্পানি চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর ‘২৩) প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।