ইউসিবির ‘বেস্ট ব্যাংকিং সলিউশন ফর ই-কমার্স (এসএমই)’ পুরস্কার অর্জন
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ পুরস্কার অর্জন করেছে।
“ই-কমার্সের জন্য সেরা ব্যাংকিং সলিউশন (এসএমই)” বিভাগে ইউসিবি এ পুরস্কার পেয়েছে।
সম্প্রতি রাজধানীতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি, প্রধান অতিথি হিসেবে ইউসিবির হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, সহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।