বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রণ পাননি সৌরভ, সমালোচনার ঝড়
স্পোর্টস ডেস্ক:দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত, তাও আবার নিজেদের মাঠে। সেখানে গাঙ্গুলির আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ দেখতে আগামীকাল (রোববার) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে চাঁদের হাট।
তার আগে আহমেদাবাদে পা রেখেছেন সাবেক এই ক্রিকেটার। অথচ তিনিই আমন্ত্রিত নন বিশ্বকাপের এই মেগাফাইনালে! বিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। আইসিসির মিটিংয়ে উপস্থিত থাকার জন্যই ক্রিকেটের মহারাজ ওই শহরে রয়েছেন।
সত্যি হচ্ছে ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন গাঙ্গুলি এবং এক বছর আগেও তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। কলকাতার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য তার এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন,সেই সাথে আরও লেখেন ‘বিশ্বকাপ ফাইনালে সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত নন, অবিশ্বাস্য।
গাঙ্গুলিকে এখনো ফাইনালের আমন্ত্রণ পাঠানো হয়নি। আজ সকালে আইসিসির সভায় অংশ নিতে তিনি আহমেদাবাদে গিয়েছেন। বিসিসিআইয়ের আমন্ত্রণ না পেলেও আইসিসি ও স্টার স্পোর্টস চ্যানেলের আমন্ত্রণে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে গাঙ্গুলির।
তবে বিষয়টি ইচ্ছাকৃত নয় বলেও উল্লেখ করেন তিনি, ‘বোর্ড সেক্রেটারি জয় শাহের সঙ্গে সৌরভের বেশ ভালো সম্পর্ক। তাই বিষয়টি হয়তো কোনোভাবে অজ্ঞাতসারে ঘটে গেছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান পাবে। এটি নিশ্চয়ই যোগাযোগ দূরত্বের সমস্যা এবং সম্পূর্ণ অনিচ্ছাকৃত!’
আগামীকাল দুপুর আড়াইটায় আহমেদাবাদে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাধারী ভারত।