নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আলোচ্য বছরে ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫ শতাংশ বোনাস। আর বাকী ২.৫ শতাংশ নগদ।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এটা শুধু নগদ লভ্যাংশের জন্য প্রযোয্য।