সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ার দর কমেছে ২২ দশমিক ৩৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের শেয়ার দর কমেছে ২২ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–প্যাসেফিক ডেনিমসের ২০.২৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৮.৪৭ শতাংশ, শ্যামপুর সুগারের ১৩.১৩ শতাংশ, সিম ট্যাক্সের ১২.৯৮ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ১২.৮৮ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের ১২.২১ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ১০.৩৩ শতাংশ শেয়ার দর কমেছে।