ফু-ওয়াং ফুডসের ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজের প্রতিবেদক: ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২৭ তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্র্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কাশেম।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর মোঃ আবুল কাশেম বিভিন্ন দিগর্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, অনেক প্রতিকূলতার মাঝেও চেষ্টা করেছি উৎপাদন চালিয়ে যাওয়ার। তার ফলস্বরূপ কোম্পানির রাজস্ব গতবছরের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে । এছাড়াও পরিচালনা পর্ষদ ব্যবসা বৃদ্ধি জন্য আরও কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে যাতে আগামীতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন মিয়া মামুন, পরিচালক, সিদরাতুল মাহাবুব হাসান, নির্বাহী পরিচালক; মির্জা রাশেদ নাওয়াজ, পরিচালক, মোঃ আব্দুল খালেক খান স্বতন্ত্র পরিচালক, স্বতন্ত্র পরিচালক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সরকার। আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হাসান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আজিজুল হক। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শা’রিফ আল মাহমুদ