এবি ব্যাংকের নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) উদ্যোগে সিলেটে বিজয় দিবস উপলক্ষে এবি ব্যাংক পিএলসি’র দিনব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচী শেষে তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
দেশের নারী উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখার জন্য গ্রাসরুটস এবি ব্যাংককে সম্মাননা স্মারক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ অলিউর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মোঃ আরিজুল ইসলাম মল্লিক, নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের প্রধান- উম্মেল আরা মাহেনুর সহ এবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র এবং সভাপতিত্ব করেন গ্রাসরুটসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজনিন আক্তার কনা।