আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

ওয়ালটন প্লাজায় চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক : ‘সেলস অফিসার’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স রিটেইল সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা। এ পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার (ওয়ালটন প্লাজা)।

পদ সংখ্যা: ২০। পুরুষ ও নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ/দায়িত্ব: শোরুম থেকে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য (যেমন: রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, এসি, মোবাইল ফোন, কম্পিউটার, হোম অ্যাপ্ল্যায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইত্যাদি) বিপণন ও বিক্রয়। মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন।

চাকরির ধরন: পূর্ণকালীন।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কোনো ইলেকট্রনিক ইক্যুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্স শোরুমে সেলসম্যান বা শোরুম অপারেশনে ৩ বছরের অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতা না থাকলেও এ পদে আবেদন করা যাবে। বিক্রয় বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

কর্মস্থল : দেশের যেকোনো স্থান।

বেতন : আলোচনা সাপেক্ষে। এছাড়া কোম্পানির নীতি অনুসারে অন্যান্য সুবিধাদি মিলবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কভার লেটার এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে সিভি, আগামী ১৬ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

ঠিকানা : হেড অব এইচআরএম (প্লাজা), ওয়ালটন গ্রুপ, কর্পোরেট অফিস, প্লট- ১০৮৮, ব্লক-আই, রোড সাবরিনা সোবহান (৫ম এভেনিউ), বসুন্ধরা, ঢাকা-১২২৯।

এছাড়াবিডি জবসের মাধ্যমে অনলাইনেও আবেদন করা যাবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.