আজ: মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ইং, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার |

kidarkar

ড্রোন হামলা ঠেকাতে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : জাহাজ গুলো হল আইএনএস মুরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা মোতায়েন করেছে, সোমবার একটি বিবৃতিতে ভারতীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট সমুদ্র অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে লং-রেঞ্জ নজরদারী বিমান পিএইটআই নিয়জিত করা হয়েছে।

ভারতের পশ্চিম জলসীমায় পরপর দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কারণে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।

গাজায় ইসরায়েলি বর্বরাতার প্রতিবাদে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পেন্টাগনের মতে, এ পর্যন্ত হুথি বিদ্রোহীরা ৩৫টিরও বেশি দেশের সঙ্গে জড়িত ১০টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ১০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অধিকাংশ হামলা প্রতিরোধ করা সম্ভব হলেও কিছু ড্রোন তাদের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.