আজ: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ইং, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার |

kidarkar

এক শর্তে পিটিআইকে সরকার গঠনে আমন্ত্রণ শেহবাজ শরীফের

আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত জয়ী প্রার্থীদের এক শর্তে সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছেন নওয়াজ শরিফের ছোট ভাই ও সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে এ ক্ষেত্রে পিএমএল-এনের এই শীর্ষ নেতা শর্ত দিয়েছেন যে, এর আগে পিটিআই-এর স্বতন্ত্র প্রার্থীদের প্রমাণ করতে হবে জাতীয় পরিষদে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পেরেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

দেশটির নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২ আসনে জয়ী হয়েছেন। ৭২ আসনে জিতে দ্বিতীয় অবস্থানে নওয়াজের দল পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি ৫৪ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করায় ভোটযুদ্ধে এগিয়ে থাকলেও পিটিআইয়ের হয়ে সরকার গঠন করতে পারবেন না তারা। তাদেরকে শিগগিরই অন্য কোনো দলে যোগ দিয়ে সদস্যপদ টিকিয়ে রাখতে হবে।

লাহোরে দলীয় সদরদপ্তরে শেহবাজ শরিফ জানিয়েছেন, পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা সরকার গঠন করবে এবং আমরা আনন্দের সঙ্গে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করবো।

নির্বাচনে ভোটগ্রহণের একদিন পর ১০ ফেব্রুয়ারি, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান দাবি করেন, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি তার দলকেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। কারণ, তারা জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
তিনি আরও দাবি করেছেন, তার দল ২৬৫টি আসনের মধ্যে ১৭০টিতে জয় পেয়েছে।

গোহর খান গণমাধ্যমকে বলেছেন, ‘কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা এগিয়ে যেতে চাই। আমরা এগিয়ে যাব এবং সংবিধান ও আইন অনুযায়ী সরকার গঠন করব।’

শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.