এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক:হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হলো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনা বনাম নাপোলির লড়াইয়ে যদিও কেউই জিততে পারেনি, ৬০ মিনিটে এগিয়ে গিয়েও ড্রয়ের হতাশা নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা।
ম্যারাডোনা স্টেডিয়ামে রবার্ট লেওয়ান্ডোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ভিক্টর ওসিমেন স্বাগতিকদের সমতায় ফেরাতে গোল করেন, তাতে হারের মুখ থেকে ফিরে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখতে পেরেছে ন্যাপলসের ক্লাবটি। বার্সেলোনার মাঠে ফিরতি লেগে ১-০ গোলে জিততেই পারলেই শেষ আট নিশ্চিত হবে তাদের, তবে কাতালানদের ডেরা বিধায় কাজটা তো কঠিনই!
এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা
হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হলো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনা বনাম নাপোলির লড়াইয়ে যদিও কেউই জিততে পারেনি, ৬০ মিনিটে এগিয়ে গিয়েও ড্রয়ের হতাশা নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা।
খেলার সময়
ম্যারাডোনা স্টেডিয়ামে রবার্ট লেওয়ান্ডোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ভিক্টর ওসিমেন স্বাগতিকদের সমতায় ফেরাতে গোল করেন, তাতে হারের মুখ থেকে ফিরে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখতে পেরেছে ন্যাপলসের ক্লাবটি। বার্সেলোনার মাঠে ফিরতি লেগে ১-০ গোলে জিততেই পারলেই শেষ আট নিশ্চিত হবে তাদের, তবে কাতালানদের ডেরা বিধায় কাজটা তো কঠিনই!