সারাদেশে শিলাবৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: দেশের সিলেট বিভাগে আজ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, দেশের সিলেট বিভাগে আজ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে তা নাও হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।
আজ পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
শেয়ারবাজারনিউজ ডটকম/ শি.