বিনিয়োগকারীদের পুঁজি উধাও আরও ৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : পতনে আরও একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। তাতে সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন উধাও হয়েছে চার হাজার কোটি টাকা।
সেই সঙ্গে লেনদেন ও বাজার মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৫৪ দশমিক ৭০ শতাংশ।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা বা ৫৪ দশমিক ৭০ শতাংশ।
গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা বা ০ দশমিক ৫৮ শতাংশ।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬২ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ২১ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১৭ দশমিক ৪৯ পয়েন্ট।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির। আর ২৪৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এসময়ে ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।