ইনসাইডার ট্রেডিং
দর বাড়ার পরিবর্তে পিছনে হটেছে জেমিনী
নিজস্ব প্রতিবেদক : গত ৩০ জানুয়ারি শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের শেয়ারদর ছিল ৩২৪ টাকা ১০ পয়সা। যা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দাঁড়ায় ৪২৮ টাকা ৩০ পয়সায়।
এর পরের কর্মদিবস ২৫ ফেব্রুয়ারি (রোববার) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যু করার খবর স্টক এক্সচেঞ্জে প্রচার করা হয়। কিন্তু রাইট শেয়ারের খবরে যেখানে শেয়ারটির দাম বাড়ার কথা, সেখানে শেয়ারটির দাম কমে গেছে।
আগের কর্মদিবস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছিল ৪০২৮ টাকা ৩০ পয়সা। যা রোববার ২৪ টাকা ৭০ পয়সা বা ৫.৭৭ শতাং কমে ক্লোজিং হয় ৪০৩ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার ভালো খবরের পর ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় ৪র্থ নম্বর অবস্থানে নেয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাইট শেয়ার ইস্যু করবে, তা কোম্পানির সংশ্লিষ্টরা আগে থেকেই জানতো। যে কারণে গত এক মাস যাবত শেয়ারটির দাম ধারবাহিকভাবে বেড়েছে। যখনই রাইট শেয়ারের খবর এসেছে, তখনই কোম্পানিটির সংশ্লিষ্টরা শেয়ারটি থেকে মুনাফা তোলা শুরু করেছে। যে কারণে শেয়ারটির দাম বাড়ার পরিবর্তে পেছনে হটেছে। ইনসাইডার ট্রেডিংয়ের কারণেই এমনটা হয়েছে বলে তারা মনে করছেন।
গত ২৫ ফেব্রুয়ারি (রোববার) ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটি ২:১ অনুপাতে অর্থাৎ প্রতি ১টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা প্রিমিয়ামস ৬০ টাকা।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।
রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৮ মার্চ ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি।
শেয়ারহোল্ডারদের সম্মতির পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব পেশ করা হবে।