দর বেড়ছে বেশিরভাগ শেয়ারের, লেনদেনও ইতিবাচক
নিজস্ব প্রতিবেদক :দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে এক প্রকার স্থবির ছিল। ফ্লোর প্রাইস (শেয়ারদরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহারের পর পুঁজিবাজারে গতি ফিরেছিল।এরপর ক্যাটাগরি পরিবর্তনের ধাক্কায় ফের গতিহীন হয়ে পড়ে পুঁজিবাজার। ফলে টানা পতনের কবলে থাকার পর উত্থান পতনের মধ্যদিয়ে চলছে । গত রোববার বড় পতনের শেষ হয় লেনদেন।এদিন ছুটি শেষে পুঁজিবাজারে কিছুটা উত্থান হয়েছে। লেনদেনের সাথে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৩৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।