ব্লকে লেনদেনের ৩০.২৮ শতাংশ তিন কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৬ কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- ফাইন ফুডস, গ্রামীণফোন এবং বীচ হ্যাচারি লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩০.২৮ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ফাইন ফুডসের ৩ কোটি ৮১ লাখ ৮৩ হাজার, গ্রামীণফোনের ৩ কোটি ৬০ লাখ ৮ হাজার এবং বীচ হ্যাচারির ৩ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার, আনলিমায়ার্ন ডাইংয়ের ৩ কোটি ৩ লাখ, রেনেটা লিমিটেডের ১ কোটি ৯০ লাখ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার, বেস্ট হোল্ডিংসের ১ কোটি ৪০ লাখ ৩২ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।