সূচক টেনে নামলো ১০ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে লাগাতার পতনের বৃত্তে থেকে খারাপ সময় পার করছে দেশের শেয়ারবাজার। তবে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস গতকাল সোমবার বাজারে মোটামুটি বড় উত্থান দেখা গেছে। যার ফলে বিনিয়োগকারীদের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল।
কিন্তু একদিন পরই তাদের সেই স্বস্তি উধাও হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৮ মে) ফের পতনের কবলে দেশের শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৩১ পয়েন্ট। সূচকের এমন পতনের নেপথ্যে ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক, বেস্ট হোল্ডিংস, খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে এদিন ডিএসইর সূচক কমেছে ১৭ পয়েন্টের বেশি।
আজ ডিএসইর সূচক পতনের শীর্ষ কোম্পানি ছিল বিকন ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসর সূচক কমেছে ২.৯৫ পয়েন্ট।
এদিন ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল গ্রামীণফোন। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ২.৩৭ পয়েন্ট।
একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে ব্র্যাক ব্যাংক ২.২০ পয়েন্ট, বেস্ট হোল্ডিংস ১.৭০ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৬৮ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৫৯ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.৪৭ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.১৮ পয়েন্ট, শাহজালাল ইসলামি ব্যাংক ১.১২ পয়েন্ট এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি ১.১১ পয়েন্ট।