শেয়ার হস্তান্তরে দিতে হবে কর
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ বা শেয়ার হস্তান্তরের জন্য ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে। অর্থ আইন ২০২৪- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ হস্তান্তরের জন্য কর প্রদান করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক হস্তান্তরের সম্মতি বা অনুমোদন প্রদানের দিনে শেয়ারের সমাপনী মূল্য বা সবশেষ লেনদেনের সমাপনী মূল্যের ওপর ভিত্তি করে ১০ শতাংশ হারে কর আরোপিত হবে।
তবে মাতা-পিতা, সন্তান এবং স্বামী- স্ত্রীর মাঝে উপহার হিসেবে শেয়ার বিনিময়ে এ কর আরোপিত হবে না।