আজ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ইং, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জুন ২০২৪, শনিবার |

kidarkar

বাজার মূলধন কমেছে দশমিক ৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৪৪ কোটি টাকা বা .৩৮ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩০৭ কোটি ২৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ কোটি ২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ১ হাজার ১৪৩ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭ টির , দর কমেছে ২০৪টির এবং ২২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.