আজ: রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুলাই ২০২৪, রবিবার |

kidarkar

স্বস্তি ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে

প্রতিবেদক : দীর্ঘদিন যাবত পতনের বৃত্তে আটকে ছিল দেশের পুঁজিবাজার। বাজেটে ক্যাপিটাল গেইনে কর আরোপ সহ নানা ইস্যুতে দরপতন চলছিলো। টানা পতনে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছে। অনেকেই বাজার ছেড়ে গেছেন। তবে সে সব ইস্যুকে পেছনে ফেলে স্বরূপে ফিরছে পুঁজিবাজার। গত সপ্তাহের শেষদিকে বাজার ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীরা অনেক দিন উত্থানের সেঞ্চুরী প্রত্যক্ষ করে। আগের দিনের ধারাবাহিকতায় আজও সূচক বেড়েছে প্রায় সাড়ে ৬১ পয়েন্ট এবং লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা । এতে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে পতন চলছিল। তবে নতুন অর্থবছরের শূরুতেই বাজার ইতিবাচক প্রবনাতায় ফিরেছে। সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন। বিনিয়োগের জন্য পুঁজিবাজার এখন সবচেয়ে উত্তম সময়। যারা এখন যাচাই-বাছাই করে পুঁজিবাজারে বিনিয়োগ করবে, তারা নিঃসন্দেহে লাভবান হবে।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শূরু হয়। লেনদেনেও দেখা যায় শক্ত বিচরণ। শেষ বেলায় এই ধারা আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে প্রায় সাড়ে ৬১ পয়েন্ট এবং লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা । যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৭ মে ডিএসইতে লেনদেন হয়েছিল ১১০৮ কোটি টাকা। আজ আগের দিনের চেয়ে ১৩৮০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। যা এক দিনের ব্যবধানে প্রায় ১৮ শতাংশ বেশি।

আজ ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৫ টির, দর কমেছে ৬৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

ডিএসইতে ৯০৮ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩১ কোটি ৪৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৭০ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩ পয়েন্টে।

সিএসইতে ২৭৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১২ টির দর বেড়েছে, কমেছে ৪২ টির এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

১ টি মতামত “স্বস্তি ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.