২২ কোম্পানির বোর্ড সভা আজ
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির বোর্ড সভা আজ বুধবার (৩১ জুলাই) বিকালে অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিগুলো সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করবে।
কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, রূপালী ব্যাংক,ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, চার্টাড লাইফ, দেশ জেনারেল ইন্সুরেন্স, সিটি ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, শিকদার ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স,রেকিট বেনকিজার,
কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ২০২৩ সালের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
বাকি কোম্পানিগুলো এপ্রিল-জুন’২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে।