আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০২৪, শনিবার |

kidarkar

আরও ৪ হাজার কোটি টাকা পুঁজি হারালো বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে লেনদেন বাড়লেও বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৪ হাজার ৩৮২ কোটি ৫০ লাখ টাকা বা ০.৬৬ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি ৬০ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ১০ লাখ টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৩৮২ কোটি ৫০ লাখ টাকা বা ০.৬৬ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.৭১ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩.৯৪ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৭.৯৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫.৩৮ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৩১.৯২ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০.৮৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১.৯৪ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২০.৭২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টি, কমেছে ৩২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৬.১৩ পয়েন্ট বা ১.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৯.২৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৭২.২৮ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ১১৩.৩১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৭.১২ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ এবং সিএসআই সূচক ১৯.৫৪ পয়েন্ট বা ১.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৮৫.৭০ পয়েন্টে এবং ৯৮৩.২৭ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১৫৬.১০ পয়েন্ট বা ১.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯২৩.০৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টি, কমেছে ২৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আলেচ্য সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৩০১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়ছে ৩৪২ কোটি ৩৬ লাখ ১ হাজার ১০৫ টাকা বা ৬২৬.৯৫ শতাংশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.