ডিএসইর পিই রেশিও কমেছে
শেয়ারবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ জুলাই, ২০২৪ তারিখ থেকে ১ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটি শেষে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) হয়েছে ১০.০৬ পয়েন্ট। এদিকে গত ১১ জুলাই, ২০২৪ তারিখ শেষে পিই রেশিও হয় ১০.৩৮ পয়েন্ট।
এই হিসেব অনুযায়ী, ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় ০.৩২ পয়েন্ট কমেছে।
০১ আগস্ট, ২০২৪ তারিখ শেষে খাতগুলোর মধ্যে সিরামিকস খাতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে। এই খাতে পিই রেশিও ১১৭.০৪ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া আলোচ্য সাপ্তাহে অন্যান্য খাতগুলোর মধ্যে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বিবিধ খাতে ৩০.৫২ পয়েন্ট, কাগজ খাতে ২০.৯৫ পয়েন্ট, ট্যানারি খাতে ১৯.২৮ পয়েন্ট, আইটি খাতে ১৯.২৭ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৬.৭৫ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৪.৫৩ পয়েন্ট, জেনারেল ইন্স্যুরেন্সে ১৪.৪০ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৪.২৬ পয়েন্ট, পাট খাতে ১৩.৯৮ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৯৩ পয়েন্ট, বস্ত্র খাতে ১৩.৫৮ পয়েন্ট, এনবিএফআই-এ ১৩.৫৫, ওষুধ খাতে ১২.৭৪, সিমেন্ট খাতে ১২.৬০, টেলিকমিউনিকেশনে ৯.৬১, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮.২৮ এবং ব্যাংক খাতে ৫.৪২ পয়েন্টে অবস্থান করছে।