আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০২৪, শনিবার |

kidarkar

শহীদ মিনার জনসমুদ্র

শেয়ারবাজার ডেস্ক : ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাববকদের পাশাপাশি নানা বয়সের ও শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসে যোগ দিচ্ছেন।

হাজারো আন্দোলনকারীর স্বতস্ফুর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার শহিদ মিনার এলাকা। ঢাকা শহরের চারিদিক থেকে শিক্ষার্থীরা বড় মিছিল সহযোগে শহিদ মিনারে আসছেন। শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাবা-মা এর উচ্ছ্বসিত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারীরা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ‘এক, দুই, তিন, চার; শেখ হাসিনা স্বৈরাচার’ সহ আরো বিভিন্ন শ্লোগানে মুখরিত করছেন চারিদিক।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের পাশাপাশি নানা বয়সের ও শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসে যোগ দিচ্ছেন। দুপুরের পর ধানমন্ডি থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে দিকে যেতে দেখা গেছে প্রায় হাজারের ওপর আন্দোলনকারী শিক্ষার্থীকে।

সাইন্সল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ইউল্যাব বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এআইবিপিসহ একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শহীদ মিনানের এসে যুক্ত হয়েছেন।

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে আন্দোলনকারীদের বিশাল সমাগম দেখা যাচ্ছে; সমবেত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, রিকশাচালক থেকে শুরু সকল পেশাজীবি মানুষ। এছাড়া রাজধানীর আরও বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।

এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের “সম্পূর্ণ অসহযোগ” আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন, “আমরা সকল নাগরিককে আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.