সাভারে ৫ টি পোশাক কারখানায় অগ্নি সংযোগ
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় পাঁচটি তৈরি পোশাক কারখানায় আগুন এবং প্রেসক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোবার (৪ আগস্ট) রাত ৯টা পর্যন্ত সেখানে বাধার মুখে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ দল পৌঁছাতে না পারায় আগুন জ্বলছে।
এ সময় আশুলিয়া থানায় হামলা, সাভার ও আশুলিয়া প্রেসক্লাব ভাঙচুরসহ অন্তত ছয়টি যানবাহনেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, লাঠিচার্জ রাবার বুলেট ও কাঁদানো নিক্ষেপে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে।
সন্ধ্যায় আশুলিয়ার জিরানি এলাকায় সিনহা টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের স্থাপনা ও বেঙ্গলসহ পাঁচটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।