আজ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ইং, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশকে ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক- আইডিবি’র রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সোলাইমান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সঙ্গে সচিবালয়ে নিজ দফতরে অনুষ্ঠিত বৈঠকের পরে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থ উপদেষ্টা জানান, আগামী ৩ বছরে বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটা একটা প্যাকেজের আওতায় দেওয়া হবে। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে।

ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভৌত অবকাঠামোসহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তারা জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা।

তিনি আরও জানান সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে চায় আইডিবি।

জানা গেছে, ২০২৬ সালের মধ্যে তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ৪-৫ বিলিয়ন বা ৪-৫’শ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.