আগের বছরের তুলনায় বেড়েছে সিভিওর লভ্যাংশ ও ইপিএস
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী পিএলসির পরিচালনা পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এর সকল শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা যায়, আগামী ১১ ডিসেম্বর বেলা ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ৪৬ পয়সা। কোম্পানির সম্পদ মূল্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল ২২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৩৫৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সা। আগের বছর যা ছিল ৮ টাকা ২৭ পয়সা। চলতি বছরে কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লোর পরিমাণ ২ টাকা ২৭ পয়সা।
উল্লেখ, এ কোম্পানি গত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য (পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডার ব্যতীত) ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।