আজ: শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ইং, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেন কমলেও সপ্তাহের ব্যবধানে ২ হাজার কোটি টাকর বাজার মূলধন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭৫ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৫.২৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১২.১৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭.৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬.৪৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের লেনদে হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে চার কর্মদিবসে ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬৯ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা বা ২৩.৮৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬২ লাখ টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ২৪২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা বা ০.৩২ শতাংশ।

অপর শেয়ারবাজার সিএসইতে বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৮৭ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯১.৮৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৩০.৮৯ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬০.৪৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি ১৭ লাখ ১০ হাজার ৪৪২ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭১৯ টাকার।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৭২৩ টাকা বা ১৮.৬৩ শতাংশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.