আজ: রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ইং, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

অসহনীয় চাপে তিন ফার্মার বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের তিন কোম্পানির বিনিয়োগকারীরা অসহনীয় চাপে রয়েছেন। বিদায়ী সপ্তাহে পতনের শীর্ষ তালিকায় থাকা ওই তিন ফার্মার শেয়ার দাম ধারাবাহিক পতন প্রবণতায় রয়েছে। কোম্পানি তিনটি হলো-ওরিয়ন ফার্মা, এ্যাম্বি ফার্মা ও লিবরা ইনফিউশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ওরিয়ন ফার্মা

বিদায়ী সপ্তাহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে আলোচ্য সপ্তাহে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই ওরিয়ন ফার্মার শেয়ার দাম কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০.২৮ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকা ৫০ পয়সায়। যা সপ্তাহের প্রথম কর্মদিবসে উদ্বোধনী দাম ছিল ৪৯ টাকা ৬০ পয়সায়।

তবে আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে শেষ চার কর্মদিবসে শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী ছিল। ওই সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ৪৩ টাকা ৭০ পয়সায়। যা শেষদিন ক্লোজিং হয়েছে ৪৯ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যাবধানে শেয়ারটির দাম বেড়েছিল ১৩.৫০ শতাংশ।

এ্যাম্বি ফার্মা

বিদায়ী সপ্তাহের চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবসই এ্যাম্বি ফার্মার শেয়ার দাম কমেছে। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০.১৭ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮৩ টাকা ৮০ পয়সায়। যা সপ্তাহের প্রথম কর্মদিবসে উদ্বোধনী দাম ছিল ৯৮৩ টাকা ৯০ পয়সায়।

আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী ছিল। ওই সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ৮৮৫ টাকা ১০ পয়সা। যা শেষদিনে ক্লোজিং দাম হয় ৯৮৩ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যাবধানে শেয়ারটির দাম বেড়েছিল ১১.১৬ শতাংশ।

লিবরা ইনফিউশন

বিদায়ী সপ্তাহের চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবসই লিবরা ইনফিউশনের দাম কমেছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৭.৯৪ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭৯ টাকা ৩০ পয়সায়। যা সপ্তাহের প্রথম কর্মদিবসে উদ্বোধনী দাম ছিল ১০৬৩ টাকা ৮০ পয়সায়।

আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী ছিল। ওই সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ৮৭৭ টাকা ৬০ পয়সা। যা শেষদিন ক্লোজিং দাম হয়েছিল ১০৬৩ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যাবধানে শেয়ারটির দাম বেড়েছিল ২১.২১ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজার উত্থানের পথে ছিল। শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ৪১ পয়েন্টের বেশি। কিন্তু তারপরও ওরিয়ন ফার্মা, এ্যাম্বি ফার্মা ও লিবরা ইনফিউশনের শেয়ার দাম ছিল ধারাবাহিকভাবে পতন প্রবণায়। যে কারণে কোম্পানি তিনটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা বড় দুঃশ্চিন্তায় রয়েছেন।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানি তিনটির শেয়ার যা সংশোধন হওয়ার হয়ে গেছে। আর সংশোধনের তেমন জায়গা নেই। এখন কোম্পানি তিনটির শেয়ার ঘুরে দাঁড়ানোর পালা। এই পর্যায়ে শেয়ারগুলো নিয়ে বিনিয়োগকারীদের দুঃশ্চিন্তার তেমন কারণ নেই।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.