আজ: শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ইং, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার |

kidarkar

রহিমা ফুড; অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রহিমা ফুডের শেয়ার সংখ্যা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ডিএসইর ম্যানেজার মো. রকিবুল ইসলাম ও সিডিবিএলের এজিএম কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব তদন্ত করবে কমিটি। এছাড়া সিডিবিএল ও আরজেএসিতে দাখিলকৃত প্রতিবেদনের সঙ্গে প্রকৃত শেয়ার সংখ্যা যথাযথভাবে যাচাই-বাছাই এর নিমিত্তে ডিপোজিটরি আইন, ১৯৯৯ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কর্তৃক নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

বিএসইসির আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

সিডিবিএলের তথ্য, ডিপিএ-৬ এর তথ্য ও শেয়ার রেজিস্টারে রক্ষিত তথ্যের সঙ্গে দাখিল করা তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।

কোম্পানির মোট ইস্যু করা শেয়ারের সঙ্গে আরটি-১৪ ও শেয়ার রেজিস্ট্রারের তথ্য যাচাই-বাছাই এবং কোম্পানির পরিশোধিত মূলধন, আরজেএসসিতে দাখিল করা প্রতিবেদন এবং সিডিবিএলের প্রকৃত তথ্যের যাচাই-বাছাই এবং সমন্বয়।

কোম্পানি কর্তৃক রক্ষিত সাসপেন্স বিও অ্যাকাউন্টের হিসাব যাচাই-বাছাই।

পরিচালনা পর্ষদে মৃত ব্যক্তি/স্পন্সর ও অন্যান্য বোর্ড সদস্য কর্তৃক ধারণ করা শেয়ারের বর্তমান অবস্থা।

বিভিন্ন বিনিয়োগকারী কর্তৃক অভিযোগগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মতামত।

কোম্পানির কর্তৃক অতিরিক্ত/জাল/ভুয়া শেয়ার ডিমেট করার বিষয়ে বিস্তারিত বিবরণ। অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.