নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি টাকা কমিয়ে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য সম্মতি দিয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য অনুমোদন কোম্পানির পর্ষদ সভায় অবহিত করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।